গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার এখন পুলিশকে বাহবা দিচ্ছে, ভারতের কাছে গিয়ে তোষামোদ করছে, আমেরিকার হাত-পা ধরছে। বাংলাদেশে ক্ষমতায় কারা থাকবে এটা দেশের মানুষই নির্ধারণ করবে।
রাষ্ট্রীয় পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে আর বিদেশিদের করুণা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও পণ্যের দাম কমানোর দাবিতে আগামী ২৭ আগস্ট গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি সামনে রেখে গতকাল রাজধানীতে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভা কর্মসূচি পালনকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এ সময় তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও বর্তমান সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান।
কর্মসূচিতে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, হাবিবুর রহমান ঋজু, রাশেদ খান, শহীদুল ইসলাম মাহমুদ স্বপন, আখতার হোসেন, বাচ্চু ভুইয়া, ইমরান ইমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে কর্মসূচি শান্তিনগর মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সভা পরিচালনা করেন আকবর খান।
আপনার মন্তব্য লিখুন