খুব সহজেই স্মার্টফোন অযাচিত বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারে। ফোনের একটি সেটিংস বদলেই সমস্যার সমাধান করতে পারবেন। নিম্ন পরামর্শ অনুযায়ী কাজটি করতে পারবেন-
-
- প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে।
- এবার ‘কানেকশন অ্যান্ড শেয়ারিং’ অপশনটি ক্লিক করুন।
- এখানেই পেয়ে যাবেন ‘প্রাইভেট ডিএনএস’ নামের একটি অপশন। এটিতে ক্লিক করুন।
- এবার ‘প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটসনেম’ অপশনটি বেছে নিন এবং নিচে লিখুন dns.adguard.com
- সেভ করুন। এটুকু করলেই কাজ শেষ। মুক্তি পাবেন বিরক্তিকর বিজ্ঞাপন থেকে।