গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। এই জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে বাবর আজমের দল। এতে ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল তারা।
এই সিরিজের আগে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩৯ রানে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া।
এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গিয়েছিল অজিরা। আর শীর্ষস্থানের দখল নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই দুটি জায়গা অপরিবর্তিত রয়েছে। এর বাইরে তিনে উঠে এসেছে পাকিস্তান, আর চারে রয়েছে ভারত।
পাঁচে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ছয়ে নেমে গেছে শ্রীলঙ্কা। সাত, আট এবং নয়ে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ।
আপনার মন্তব্য লিখুন