আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।
আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এই হরতালের ডাক দেয়া হয়।
বিস্তারিত আসছে…
পরিস্থিত আরও জটিল হবে: বিএনপি নেতা খোকন
নির্বাচনকালীন সরকারের ফয়সালা না করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিত আরও জটিল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
এখন বিএনপির মহাসচিবসহ নেতারা জেলে এবং অফিসে তালা দেওয়া, এ অবস্থা রেখে তফসিল ঘোষণা করা সাংঘর্ষিক আচরণ উল্লেখ করে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, আমার দাবি হলো গণতন্ত্র বাচাঁন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করুন। এটাই আমার দাবি দলের পক্ষ থেকে। ডায়লগ (সংলাপ) নিয়ে বলা হচ্ছে, চিঠি দিয়েছে আমিরিকান অ্যাম্বাসি, সে বিষয়ে বলতে চাই কার সঙ্গে ডায়লগ হবে, আওয়ামী লীগের সঙ্গে?
তিনি বলেন, ২০১৪ সালে ডায়লগ হয়েছিল না? তারা কী করেছে, ভোটারবিহীন, নির্বাচন হয়েছিল। ২০১৮ সালেও ডায়লগ হয়েছিল গণভবনে সবাই গিয়েছিল, প্রধানমন্ত্রী নিজেও কিন্তু আশ্বাস দিয়েছে, ওয়াদা দিয়েছিল যে নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে ও ফেয়ার হবে। কিন্তু ফেয়ার হয় নাই। তার পরে রাতে ভোট হয়ে গেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ জনগণে বিশ্বাস করে না, ভোটারদেরও বিশ্বাস করে না এবং রাজনীতিতেও বিশ্বাস করে না। অতীতের ইতিহাস অনুযায়ী তাদের সঙ্গে আলোচনা করলেও আমি মনে করি এটা বৃথা যাবে। কোনো লাভ হবে না। তফসিল ঘোষণা হলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হবে। তখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। আমি মনে ইসি তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটা দেশের জন্যে শুভকর নয়।
বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ হয়নি, যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সংলাপ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিশ্বাস ভঙ্গ করেছে আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনাকে ছাড়া সংলাপের আলাপ হলে, তখন ভেবে দেখবে বিএনপি। আমি মনে করি বিবেকবান কোনো দল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না।
নির্বাচনকালীন সরকারের বিষয়ে ফয়সালা, শেখ হাসিনার পদত্যাগ ও ইসি পুনর্গঠন করলে এই পরিস্থিতি থেকে সমাধান আসবে বলেও জানান তিনি।
তফসিল ঘোষণা করে জনগণকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে : অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, সরকার নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে জনগণকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। দেশকে রক্ষায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়াতে হবে।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের এ তফসিল ঘোষণা করার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় এলডিপির চেয়ারম্যান এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, বিগত ১৫ বছর যাবৎ দেশে গণতন্ত্র নেই। কর্তৃত্ববাদী সরকার দেশ পরিচালনা করছে। বর্তমান সিলেকশন কমিশন (নির্বাচন কমিশন) বাংলাদেশে উত্তর কোরিয়া, চীন, রাশিয়ার মতো একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করে দিয়েছে। এর মধ্য দিয়ে আর ন্যূনতম মনুষ্যত্ব বলতে কিছু থাকলো না।