সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ইরান ও আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এই ঘটনায় নিজেদের এক সৈন্য নিহত হওয়ার দাবি করেছে আফগানরা।
আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, নিমরোজ প্রদেশের সীমান্ত এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। যার অপরপ্রান্তে রয়েছে ইরানের হিরমান্দ এলাকা।
এই ঘটনার জন্য একে অপরকে দুষছে তেহরান ও কাবুল।
নিমরোজ পুলিশের মুখপাত্র জানিয়েছে, ‘আমাদের একজন নিহত হয়েছে এবং একজন আহত।’
ইরানের হিরমান্দের কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার তাদের কেউ হতাহত হয়নি।
ইরানের দাবি, আফগান সেনারা নিজেদের এলাকার বাইরে এসেছে তাদের পতাকা উত্তোলন করতে চাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র: বিবিসি
উৎস :
এএফপি, বিবিসি
আপনার মন্তব্য লিখুন