অবিস্ফোরিত অস্ত্র দিয়েই ইসরায়েলি সৈন্যদের ওপর ফিলিস্তিনি যোদ্ধাদের সফল হামলা – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
  • বিশ্ববার্তা টিভি
  • যোগাযোগ

অবিস্ফোরিত অস্ত্র দিয়েই ইসরায়েলি সৈন্যদের ওপর ফিলিস্তিনি যোদ্ধাদের সফল হামলা

আন্তর্জাতিক ডেস্ক
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
হামাসের আকস্মিক হামলা ইসরায়েলের জন্য ‘পার্ল হারবারের মতো মুহূর্ত’
0
শেয়ার করুন
শেয়ার করুনশেয়ার করুন

ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইহুদিবাদী সৈন্যদের ওপর সফল হামলা চালিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা।

শুক্রবার এর মাধ্যমে তারা চার ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করার দাবি করেছে।

শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা শুজাইয়ে এলাকায় বুবি-ট্র্যাপড একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে চার ইসরাইলি সৈন্য নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

ফিলিস্তিনি যোদ্ধারা জানান, তারা ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং অবিস্ফোরিত এফ-১৬ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। এফ-১৬ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ায় যোদ্ধারা তা উদ্ধার করে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহত সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।

নিজেদের সৈন্যের মৃত্যুর বিষয়টি এখনও স্বীকার করেনি ইসরায়েল। তবে দেশটি জানিয়েছে, পুরো গাজায় গত ২৪ ঘণ্টায় তাদের একজন সৈন্য নিহত এবং ৯ জন আহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা, এএফপি

হামাসের আকস্মিক হামলা ইসরায়েল লন্ডভন্ড

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক আন্তর্জাতিক মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, শনিবার ইসরায়েলের ওপর হামাসের আকস্মিক হামলা দেশটির জন্য ‘পার্ল হারবারের মতো মুহূর্ত।

তিনি বলেন, ‘পুরো সিস্টেমই ব্যর্থ হয়েছে। এটি কেবল একটি উপাদান নয়। এটি পুরো প্রতিরক্ষা কাঠামো যা স্পষ্টতই ইসরায়েলি বেসামরিকনাগরিকদের জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

শনিবার ভোরের আক্রমণ সম্পর্কে তিনি আরও বলেন, ইসরায়েলের জন্য এটি একটি পার্ল হারবারের মতো মুহূর্ত। আজকের আগ পর্যন্ত বাস্তবতা ছিল একরকম এবং  আজকের পরেও বাস্তবতা থাকবে আরেকরকম।

শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে প্রবেশ করে সামরিক ঘাঁটি, শহর ও খামারে অনুপ্রবেশ করে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জিম্মি করেছে। এটা ১৯৪৮ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ইতিহাসে নজিরবিহীন।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার ঘাঁটিতে আক্রমণ করে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওই হামলার পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নামে এবং জাপানে দুইটি পারমাণবিক বোমা ফেলে।

ইসরায়েলি পদাতিক বাহিনীর কর্নেল নিহত: আইডিএফ

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ৯৯৩তম নাহাল ব্রিগেডের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাথন স্টেইনবার্গ দক্ষিণ ইসরায়েলে হামাসের যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। ব্রিগেডটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি প্রধান পদাতিক শাখা।

সামরিক বাহিনী জানিয়েছে, কেরেম শালোমের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে তার ব্রিগেডের বন্দুকযুদ্ধের সময় স্টেইনবার্গ গুলিবিদ্ধ হন।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাথন স্টেইনবার্গ একজন অত্যন্ত সম্মানিত এবং নিবেদিতপ্রাণ অফিসার ছিলেন। তিনি মূলত দেশের প্রতিরক্ষায় তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত। তার অকাল মৃত্যু সংবাদে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সকালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে একনাগাড়ে ২ হাজারের বেশি রকেট ছোড়ে। হামাস সদস্যরা ইসরায়েলে প্রবেশ করে তাদের বেশ কয়েকটি সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়,  ইসরায়েলি সেনাদের জিম্মি করে। এই ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল যাতে ৩০০ এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

হামাসের হামলায় নিহতের সংখ্যা জানাল ইসরায়েল

হামাসের হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০০ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও ১৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ২৬৭ জনের অবস্থা গুরুতর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, আহতদের চাপ বেড়েছে দক্ষিণ ইসরায়েল ও গাজার সবগুলো হাসপাতালে। এসব হাসপাতালে একটি বেডও ফাঁকা পাওয়া যাচ্ছে না।

পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৭ জন।

শনিবার গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস।রকেট হামলার পর ইসরাইলের পাল্টা বিমান হামলা চালায়।

হামাসের উপপ্রধান সালেহ আল-আরোওরি বলেন, এখনকার পরিস্থিতিতে যেকোনো কিছুই সম্ভব। আমরা স্থলপথে ইসরাইলের হামলা প্রতিরোধের জন্য প্রস্তুত।

হামাসের পক্ষে যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ইসরায়েলের জরুরি সেবাদাতা কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় ২২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। হামাস জানিয়েছে, তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে বন্দি করেছে।

হামাসের এ হামলাকে সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর বার্তা সংস্থা ওয়াফার। তিনি এক বিবৃতিতে বলেন, ‘বসতি স্থাপনকারী এবং দখলদার সৈন্যদের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।’ এদিকে হামাসের এই হামলাকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন সংগঠনটির মুখপাত্র খালেদ কাদোমি।

গতকাল হামলা শুরুর দিনে তিনি বলেন, ‘আমরা চাই গাজায় সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসুক। ফিলিস্তিনিদের ওপর আক্রমণ, আমাদের পবিত্র স্থান আল-আকসায় ইসরায়েলি  সহিংসতা বন্ধ হোক। এসব কারণেই আমরা যুদ্ধ শুরু করেছি।’ তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও দখলদার এবং আন্তর্জাতিক আইন অনুসারে তারাও আক্রমণকারী।

‘সুতরাং আজকের যে পরিস্থিতি তা আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ,’ বলেন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এটাকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এ যুদ্ধে আমরাই জয়ী হব।’

এই হতাহতের জন্য ইসরায়েলি দখলদারিত্ব দায়ী: ইসরায়েলি রাজনীতিবিদ

হাদাশ পার্টি ও ইসরায়েলি নেতা নেসেট সদস্য (সংসদ সদস্য) ওফার কাসিফ বলেছেন, উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের হত্যা নিন্দনীয়। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য দায়ী।

তিনি বলেন, এটা (মৃত্যু) অসহনীয়। কিন্তু আমরা যা বলছি তা হলো উভয় পক্ষের এ ধরনের অপরাধ প্রতিরোধের একমাত্র উপায় হলো দখলদারিত্বের অবসান ঘটানো।

তিনি বলেন, যতদিন দখলদারিত্ব চলবে, ততদিন এ ধরনের ভয়াবহ অপরাধ চলতেই থাকবে। আর এই সরকার সেটাই চায়।

কাসিফ মার্কিন সরকারের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে ইসরায়েলকে চাপ দিতো এবং দখলদারিত্বের অবসান ঘটাতো তাহলে আজকের মতো ঘটনা ঘটতো না।

ফিলিস্তিন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর যে আলাপ হলো

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। কোনো অবস্থাতেই ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক মানুষ যেন ইসরায়েলের লক্ষ্যবস্তু না হয়,  সৌদি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি যেন আরও সহিংস না হয়ে উঠে, সেজন্য উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায় রিয়াদ।

এর আগে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে তারা সৌদি আরব ও জর্ডানের সঙ্গে আলোচনা করেছে।

ফিলিস্তিনি সংগঠন হামাস শনিবার সকালে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। ইসরায়েল বলছে, হামাসের হামলায় ২৫০ ইসরায়েলি নিহত হয়েছে। আর ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ : ইসরায়েলপ্যালেস্টাইনবিশ্ব সংবাদমোসাদযুদ্ধহামাস
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
AmraSobai
পূর্ববর্তী পোস্ট

বাংলাদেশ থেকে ১৩০০ মোটরসাইকেল-ট্যাক্সি চালক নিবে আমিরাত

পরের পোস্ট

সমাজসেবা অধিদফতরে বড় নিয়োগ

সম্পর্কিত পোষ্ট

পাকিস্তান ও ভারত :  হামলা ও পাল্টা হামলার সর্বশেষ আপডেট
বিশ্ব সংবাদ

পাকিস্তান ও ভারত : হামলা ও পাল্টা হামলার সর্বশেষ আপডেট

10/05/2025
‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’
বিশ্ব সংবাদ

‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’

07/05/2025
মার্কিন যুদ্ধবিমান
বিশ্ব সংবাদ

হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল মার্কিন যুদ্ধবিমান

29/04/2025
মার্কিন হামলা
বিশ্ব সংবাদ

ইয়েমেনে মার্কিন হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে নিন্দা ইরানের

29/04/2025
আরো দেখুন
Worldbartatv
বিজ্ঞাপন

বিশ্ববার্তা

Publisher & Editor H M Bayjid Bustami

Call +8809638387766 +8801991807060
eMail [email protected]
Organization by AmraSobai Foundation

 world_barta_google_news world_barta_youtube world_barta_telegram world_barta_facebook world_barta_twitter

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation