বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন এক যুগে প্রবেশ করছে। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার হোয়াটসঅ্যাপ এমন এক ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে এক অ্যাপ থেকে সরাসরি অন্য অ্যাপে মেসেজ পাঠানো যাবে।
‘থার্ড পার্টি চ্যাটস’ নামে একটি নতুন বিভাগ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীদের সিগন্যাল, টেলিগ্রাম, গুগল মেসেজ এবং ইমেসেজের মতো অন্যান্য মেসেজিং অ্যাপের সাথে সংযুক্ত করবে। অর্থাৎ, ব্যবহারকারীরা এক প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন অ্যাপের মধ্যে বার্তা আদান-প্রদান করতে পারবেন। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, জানিয়েছে হোয়াটসঅ্যাপ সম্পর্কিত খবর প্রকাশকারী প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো।
নতুন এই সুবিধা শুধু ব্যবহারকারীদের সুবিধাজনক চ্যাটের সুযোগ দেবে না, বরং তাদের গোপনীয়তা এবং নিরাপত্তাও বজায় রাখবে বলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে। মেটা ইতোমধ্যে এই ফিচারের প্রাথমিক কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অন্যান্য অ্যাপের চ্যাটগুলো কেমন দেখতে হবে তা দেখানো হয়েছে।
এই ফিচারের মাধ্যমে, যখন কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে বার্তা আসবে, ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন। সেই নোটিফিকেশন থেকে তারা সিদ্ধান্ত নিতে পারবেন মেসেজটি গ্রহণ করবেন নাকি তা বাতিল করবেন। এর পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে অন্যান্য অ্যাপের চ্যাটের জন্য আলাদা ফোল্ডারও তৈরি করতে পারবেন।
এই নতুন ফিচারে আরও থাকছে ‘রিচ মেসেজিং’ সুবিধা, যার মধ্যে রয়েছে টাইপিং ইন্ডিকেটর, রিড রিসিপ্ট, ডিরেক্ট রিপ্লাই, এবং মেসেজে রিঅ্যাকশন দেওয়ার অপশন। এর ফলে, অন্যান্য অ্যাপের ব্যবহারকারীদের সাথে আরও সহজে এবং দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।
মেটা আরও জানিয়েছে, ২০২৭ সাল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপে কল করার সুবিধাও পাবেন। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেট অ্যাক্টের প্রভাবে এই নতুন পরিবর্তনগুলো আনা হচ্ছে। এই আইন অনুযায়ী, বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের অ্যাপের মধ্যে একে অপরের সাথে সংযোগের সুযোগ দিতে হবে, যার ফলস্বরূপ হোয়াটসঅ্যাপেও এই নতুন পরিবর্তন এসেছে।
নতুন ৪ সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেল
হোয়াটসঅ্যাপ চ্যানেলের কোনো পোস্টে মন্তব্য করা না গেলেও অনুসরণকারীরা প্রতিক্রিয়া জানাতে পারেন। আর তাই অনেকেই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়মিত অনুসরণ করেন।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ চালুর কিছুদিনের মধ্যে বেশ জনপ্রিয়তা পাওয়ায় এবার হোয়াটসঅ্যাপের চ্যানেলসে ‘ভয়েস আপডেট’সহ নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, ‘ভয়েস আপডেট’ সুবিধাটি মূলত ভয়েস মেসেজের মতো কাজ করে। আর তাই এ সুবিধা কাজে লাগিয়ে চ্যানেলের প্রশাসকেরা সহজে মুখের কথায় হালনাগাদ তথ্য পোস্ট করতে পারবেন। ফলে বড় আকারের পোস্ট না লিখে ভয়েস বার্তা পাঠিয়ে চ্যানেলের অনুসরণকারীদের হালনাগাদ তথ্য জানানো যাবে।
ভয়েস আপডেট ছাড়াও অনুসরণকারীদের মতামত জানতে চ্যানেলসে পোলস বা ভোট গ্রহণের সুবিধা যুক্ত করা হয়েছে।
চ্যানেলের পোস্টে অনুসরণকারীরা শুধু প্রতিক্রিয়া জানাতে পারেন, মন্তব্য করতে পারেন না। কিন্তু পোল–সুবিধার মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে নিজস্ব মতামত জানাতে পারবেন অনুসরণকারীরা।
পোল–সুবিধা ছাড়াও নির্দিষ্ট চ্যানেলের যেকোনো তথ্য নিজেদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্ট্যাটাস অপশনে পোস্ট করতে পারবেন অনুসরণকারীরা।
নতুন এসব সুবিধা ছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রশাসক সংখ্যাও বাড়ানো হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে একটি চ্যানেলের সঙ্গে সর্বোচ্চ ১৬ জন প্রশাসক যুক্ত হতে পারবেন। ফলে বর্তমানের তুলনায় সহজে চ্যানেল নিয়ন্ত্রণের পাশাপাশি হালনাগাদ তথ্য দেওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ এ চ্যানেল খুলবেন যেভাবে
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না। ব্যবহারকারী কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সেই সঙ্গে উক্ত চ্যানেলসের ৩০ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সেভ থাকবে।
ইউটিউবের মতো এখন হোয়াটসঅ্যাপেও চ্যানেল খুলতে পারবেন। মেটার মালিকানাধীন প্ল্যাটফরমটি নতুন ‘আপডেট’ নামের একটি ট্যাব থাকবে অ্যাপে। যেখানে পরিবার, বন্ধুদের চ্যাটের থেকে আলাদা একাধিক চ্যানেলস ফলো করতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল একটি বৃহত্তর প্ল্যাটফরম যেখানে একাধিক তারকাদের প্রোফাইল, বিজনেস অ্যাকাউন্ট ফলো করতে পারবেন। অ্যাপের মধ্য থেকেই তাদের সঙ্গে জুড়তে পারবেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না। ব্যবহারকারী কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সেই সঙ্গে উক্ত চ্যানেলসের ৩০ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সেভ থাকবে। চ্যানেলসের পোস্টগুলোতে ইমোজি দিয়ে রিয়্যাক্ট করতে পারবেন। কতগুলো রিয়েকশন পড়েছে সেই সংখ্যাও দেখা যাবে।
ব্যবহারকারী তার পছন্দের চ্যানেলস হোয়াটসঅ্যাপের বন্ধুদেরও শেয়ার করতে পারেন। ওই চ্যানেলসকে যদি কেউ আনফলো করতে চায় তার জন্য মিউট বা আন সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করতে হবে। আপনি নিজেও নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে একটি চ্যানেল তৈরি করতে পারবেন।
জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন-
♦ প্রথমেই আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন। এটি আপডেট করে নিন সর্বশেষ ভার্সনে।
♦ এবার এখানে আপডেট নামের একটি ট্যাব পাবেন। সেখানে ক্লিক করুন।
♦ এখানে আপনাকে + আইকনে ক্লিক করতে হবে।
♦ এই অপশনতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিউ চ্যানেল অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
♦ এবার গেট স্টার্টেডে ক্লিক করুন এবং তারপরে অন-স্ক্রিন ইনস্ট্রাকশনসে যা কিছু লেখা থাকবে, তা মেনে চলুন।
♦ তারপরে চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। চ্যানেলের নাম দেওয়ার পর চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি চালু করা হলেও, এই ফিচারটি এখনো সব ব্যবহারকারীর জন্য আনা হয়নি। আপনি যদি হোয়াটসঅ্যাপে এই ফিচারটি দেখতে না পান, তবে আপনাকে এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।