উপযুক্ত সময়ে যথাযথ পদক্ষেপ নেব: মল্লিকার্জুন খারগে – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
  • বিশ্ববার্তা টিভি
  • যোগাযোগ

উপযুক্ত সময়ে যথাযথ পদক্ষেপ নেব: মল্লিকার্জুন খারগে

কংগ্রেসের জোট ইন্ডিয়াও যেভাবে সরকার গঠন করতে পারে

আন্তর্জাতিক ডেস্ক
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ইন্ডিয়া
0
শেয়ার করুন
শেয়ার করুনশেয়ার করুন

ভারতে বিরোধী দলগুলোর ইনডিয়া জোট আপাতত পার্লামেন্টের বিরোধী আসনেই বসবে। ফের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তবে ইনডিয়া ব্লক সঠিক সময়ের অপেক্ষায় থাকবে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে এমন রণকৌশলের কথা খোলাসা করেছেন।

বুধবার (৫ মে) রাতে ইনডিয়া জোটের নেতারা দিল্লিতে মল্লিকার্জুন খারগের বাসায় নির্বাচন পরবর্তী কৌশল ঠিক করতে বৈঠক করেছেন। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি পড়ে শোনান কংগ্রেস সভাপতি। এতে তিনি নরেন্দ্র মোদি ও বিজেপিকে নিশানা করে বলেন, তারা জনগণের ইচ্ছাকে নস্যাৎ করছে। ইনডিয়া ব্লক প্রতিরোধ চালিয়ে যাবে। বিজেপির দ্বারা শাসিত না হওয়ার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করে আমরা উপযুক্ত সময়ে যথাযথ পদক্ষেপ নেব।

খারগের বাসায় হওয়া ওই বৈঠকে বিরোধী ঐক্য আবারও দারুণভাবে তুলে ধরেছে ইনডিয়া। বৈঠকে মল্লিকার্জুন খারগের পাশে ছিলেন তার দলের সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপির শারদ পাওয়ার, শিবসেনার নেতা সনয় রাউত, সিপিএমের সীতারাম ইয়েচুরি, আম আদমি পার্টির সঞ্জয় সিংহসহ অন্যান্য নেতারা।

খারগে বলেন, এই ম্যান্ডেট মোদির বিরুদ্ধে। তার এবং তার রাজনীতির সারবস্তু এবং শৈলীর বিরুদ্ধে ম্যান্ডেট। এটা ব্যক্তিগতভাবে তার জন্য একটি সুস্পষ্ট নৈতিক পরাজয়ের পাশাপাশি একটি বিশাল রাজনৈতিক ক্ষতি।

উল্লেখ্য, এবার ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯৩টি আসন। ভারতে সরকার গড়তে দরকার হয় ২৭২ আসন। কিন্তু গত দুইবারের মতো এবার একা এই ২৭২ আসন সংগ্রহ করতে পারেনি বিজেপি। ফলে জোটের শরিকদের উপর ভর করে সরকার গড়তে হচ্ছে বিজেপিকে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি ও বিহারের জনতা দল ইউনাইটেডের উপর অতিমাত্রায় নির্ভর হতে হচ্ছে বিজেপিকে।

এই দুই দলের নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করে কংগ্রেসেরই বরং সরকার গঠন করা উচিত বলে প্রথম প্রস্তাব দিয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধ্বব ঠাকরে। কিন্তু ইনডিয়া জোট আপাতত বিরোধী আসনে বসে ভবিষ্যতে উপযুক্ত সময়ের অপেক্ষার কৌশলই বেছে নিয়েছে।

কংগ্রেসের জোট ইন্ডিয়াও যেভাবে সরকার গঠন করতে পারে

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রকাশিত ফলাফলে ৫৪৩ আসনের মধ্যে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি ও এর জোট জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। তবে এবারের নির্বাচনে বেশ চমক দেখিয়েছে গত দুই লোকসভা নির্বাচনে বাজে ফলাফল করা কংগ্রেসও। দলটি পেয়েছে ৯৯টি আসন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জোট হিসেবে এনডিএ- এর দখলে গেছে ২৯৩টি আসন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ দখলে গেছে ২৩৩টি আসন। এছাড়া অন্যান্য দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছে ১৭টি আসন। তবে দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি ২৪২টি আসনে জিতেছে বিজেপি। এছাড়া তাদের জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশাম পার্টি পেয়েছে ১৬টি এবং বিহারের নিতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড) পেয়েছে ১২টি আসন।

এদিকে, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে ২৩১টি আসন। এরমধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। আর জোট শরিক উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে ৩৬টি, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম পেয়েছে ২২টি আসন। এর বাইরে শিব সেনা (উদ্ধব ঠাকরে) পেয়েছে ৯টি আসন এবং শারদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি পেয়েছে ৮টি আসন।

এই পরিস্থিতিতেও কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ার পক্ষে জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে চলছে আলোচনা। এই সম্ভাবনা মূলত বিহারের জনতা দল (ইউনাইটেড) ও তেলেগু দেশাম পার্টিকে যদি কংগ্রেস জোটটি নিজেদের পক্ষপুটে আনতে পারে তবেই বাস্তবায়ন সম্ভব। বাস্তবে এই দুটি দলই মূলত ‘কিং মেকারের’ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই দুটি দলকে ছাড়া খোদ বিজেপিও একা সরকার গঠন করতে পারবে না।

নিতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির মোট আসনসংখ্যা ২৮টি। সে ক্ষেত্রে এই দুটি দল বিজেপির এনডিএ জোট থেকে বের হয়ে আসলে জোটের আসনসংখ্যা হবে ২৬৭টি। যা সরকার গঠনের চেয়ে মাত্র ৫টি আসন কম। বিপরীতে এই দুটি দল ইন্ডিয়া জোটে যোগ দিলেও তাদের আসন হবে ২৫৯টি। তারপরও আরও ১৩টি আসন বাকি থাকবে সরকার গঠনের জন্য।

এ ক্ষেত্রে বাকি যে দলগুলো বা স্বতন্ত্র (১৭ টি) প্রার্থীরা আছেন তারা ইন্ডিয়া জোটে যোগ দিলে তাদের জন্য সরকার গঠন সম্ভব হতে পারে। সে ক্ষেত্রে ইন্ডিয়া জোটের আসন হবে ২৭৬টি। তবে যেই সরকার গঠন করুক না কেন ভারতের আগামী লোকসভা একটি ‘হাং পার্লামেন্ট’ বা ঝুলন্ত সংসদ হতে যাচ্ছে।

কংগ্রেস তথা ইন্ডিয়া জোট সরকার গঠন করবে নাকি বিরোধী দলের সিটেই থাকবে তা চূড়ান্ত হবে আজ (বুধবার)। জোটের নেতারা আজ বৈঠক করবেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেয়া হবে সরকার গঠন বা বিরোধী দলে থাকার বিষয়টি। বিহারের নিতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড) এবং চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশাম পার্টির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা সে বিষয়েও সিদ্ধান্তে নেয়া হবে আজ।

ঠিক এমনটাই ভাবছেন কংগ্রেসের পোস্টার বয় রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘যা সিদ্ধান্ত নেয়ার তা সর্বসম্মতভাবেই নেয়া হবে।’ নিতীশ ও চন্দ্রবাবুর দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি ইঙ্গিত করে রাহুল বলেন, ‘এটি খুবই ভালো বিষয় হবে।’ মঙ্গলবার তিনি বলেন, ‘আজ হয়তো আমাদের কাছে (জোট গঠনের সিদ্ধান্ত) কোনো জবাব নেই, তবে কাল আমরা জবাব পেয়ে যাবো।’

সোজা কথায় রাহুল গান্ধী বিষয়টিকে উড়িয়ে দেননি। প্রায়ই একই ধরনের অবস্থান ইন্ডিয়া জোটের অংশীদার ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা শারদ পাওয়ারের। তিনি বলেছেন, তিনি এখনো চন্দ্রবাবু নাইডু বা নিতীশ কুমারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেননি। তবে কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা বলার পর এবং আজকের বৈঠকের পর তিনি এ বিষয়ে কথা বলতে পারবেন।

শারদ পাওয়ারের কথা থেকে এটি স্পষ্ট যে, ইন্ডিয়া জোট সরকার গঠন বা বিরোধী দলে থাকার বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত না নিলেও তারা সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তবে রাহুল সরকার গঠন বা বিরোধী দলে থাকার বিষয়টি নিয়ে রাখঢাক করলেও শিব সেনার প্রধান উদ্ধব ঠাকরে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন। উদ্ধব ঠাকরে বলেছেন, ‘ইন্ডিয়া জোটকে অবশ্যই সরকার গঠনের ক্ষেত্রে দাবি রাখতে হবে।’ আজকের বৈঠকে বিষয়টি এজেন্ডায় রাখবেন বলেও জানিয়েছেন তিনি।

– হিন্দুস্তান টাইমস

ট্যাগ : নির্বাচনবিশ্ব সংবাদবিশ্ববার্তাভারত
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
AmraSobai
পূর্ববর্তী পোস্ট

ভারত নির্বাচন : সর্বশেষ এ টু জেড আপডেট

পরের পোস্ট

আমেরিকার বিরুদ্ধে নতুন অভিযানের ঘোষণা ইয়েমেনের সামরিক বাহিনীর

সম্পর্কিত পোষ্ট

পাকিস্তান ও ভারত :  হামলা ও পাল্টা হামলার সর্বশেষ আপডেট
বিশ্ব সংবাদ

পাকিস্তান ও ভারত : হামলা ও পাল্টা হামলার সর্বশেষ আপডেট

10/05/2025
‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’
বিশ্ব সংবাদ

‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’

07/05/2025
মার্কিন যুদ্ধবিমান
বিশ্ব সংবাদ

হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল মার্কিন যুদ্ধবিমান

29/04/2025
মার্কিন হামলা
বিশ্ব সংবাদ

ইয়েমেনে মার্কিন হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে নিন্দা ইরানের

29/04/2025
আরো দেখুন
Worldbartatv
বিজ্ঞাপন

বিশ্ববার্তা

Publisher & Editor H M Bayjid Bustami

Call +8809638387766 +8801991807060
eMail [email protected]
Organization by AmraSobai Foundation

 world_barta_google_news world_barta_youtube world_barta_telegram world_barta_facebook world_barta_twitter

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation