ঢাকা মোঃপুর থানার প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। আশরাফ উদ্দিন মাহাদি সুপারিশক্রমে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।
জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত আন্দোলনকারীর সমন্বয়ে ঢাকা মোঃপুর থানার জাতীয় নাগরিক কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে।
আর এর প্রধান হিসেবে (ক্রমিক অনুসারে) মনোনিত হয়েছেন মোঃ পুর, আদাবর ও রায়ের বাজারের তুমুল জনপ্রিয় ছাত্রনেতা ও ছাত্র-জনতার জুলাই-আগষ্ঠ অভ্যুত্থানে অত্র অঞ্চলে অন্যতম নেতৃত্ব প্রধান করা মোহাম্মদ মোস্তাকিম। এছাড়াও কমিটির অন্যতম সদস্য হিসেবে রয়েছে মাওঃ আব্দুর রহমান মানিক, তারেক মনোয়ার, ইঞ্চিঃ ইসমাইল হোসেন পাটোয়ারী ও ইঞ্চিঃ শাহাদাত ফরায়েজী সাকিব সহ প্রমুখ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি৷ ‘অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর’ একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে নাগরিক কমিটি।
আপনার মন্তব্য লিখুন