ময়মনসিংহের তারাকান্দায় ছাত্র অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ছাত্র অধিকার পরিষদ ফুলপুর তারাকান্দা শাখার সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার মন্ডলের নেতৃত্বে তারা যোগদান করেন।
এ উপলক্ষে শুক্রবার (০৭ জুলাই) তারাকান্দায় ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপি’র সদস্য আব্দুল হেকিম মন্ডল সভাপতিত্ব করেন।
জানা যায়, তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম এবং প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা বিএনপির নেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির সদস্য আব্দুস ছালাম তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, তারাকান্দা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আশাদুল হক মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হোসেন স্বপন, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমুখ।
ছাত্র অধিকার পরিষদ ফুলপুর তারাকান্দা শাখার সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার মন্ডলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপি নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন।