নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ফোরাম।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশে লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদ জানান।
জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যাপক শামসুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিসার সমিতির সহ-সভাপতি আবদুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুল আহছান প্রমুখ।