উত্তেজনার মধ্যে গোপনে চীন সফর করেছেন মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস। গত মাসে দু’দেশের মধ্যকার শীতল সম্পর্ককে উষ্ণ করার আশায় এ সফর করেন সিআইএ প্রধান।
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, গত মাসে সিআইএ প্রধান বার্নস বেইজিং সফরে গিয়ে চীনা গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে তিনি গোয়েন্দা চ্যানেলে যোগাযোগের উপায়গুলো উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ওয়াশিংটন এবং বেইজিংয়ের বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ এবং সময়সূচি বৈঠক পুনরুদ্ধারের জন্য চাপ দেওয়ার সময় চীন সফরের খবর আসে।
সূত্র : আল-জাজিরা।