মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করতে চাইলেও প্রশাসনের অনুমতি পায়নি বাংলাদেশ খেলাফত মজলিস। এ জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।
বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, গণমিছিলের জন্য ডিএমপি বরাবর আবেদন করলেও শেষ মুহূর্তে এসে অনুমতি দেওয়া হয়নি। আমাদের নাগরিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে।
এটি দুঃখজনক। সভাপতির বক্তব্যে সংগঠনের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেন, আলেমদের বন্দি রেখে সরকার জাতির ওপর বিপদ ডেকে আনছে। মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা মুহাম্মদ ফয়সালের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আবদুল আজিজ, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।