তুরস্ক ও মিশর কূটনৈতিক সম্পর্ক শুরু করছে। এর অংশ হিসেবে দেশ দুটো রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে রাষ্ট্রদূত হিসেবে সালিহ মুতলো সেনকে নিয়োগ করেছে তুরস্ক। অন্যদিকে আঙ্করায় আমর ইলহামামিকে রাষ্ট্রদূত নিযুক্ত করেছে মিশর।
দুই দেশের প্রেসিডেন্ট কূটনৈতিক সম্পর্ক শুরু করার উদ্যোগ নিয়েছিলেন। রাষ্ট্রদূত নিয়োগদানের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।
সূত্র: আল জাজিরা