ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নো সংলাপ এবং নো তত্ত্বাবধায়ক সরকার। পার্লামেন্টের বিলুপ্তি, সরকারের পদত্যাগ—এসব কোনো কথা আলোচনাই হয়নি।’
শনিবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানের শেরাটন হোটেলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।
দুপুর ১২টায় শুরু হওয়া ওই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৯ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ আলী আরাফাত।
বৈঠক শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধান ও নির্বাচনি আইনি ব্যবস্থার উপর ভিত্তি করেই তারা (ইইউ) এখানে নির্বাচন দেখতে চায়।’
দল হিসেবে আওয়ামী লীগের কাছে তাদের চাওয়া কী ছিল—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘একটা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন।’
সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তারা (ইইউ প্রতিনিধিদল) কোনো অসন্তোষ জানিয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অসন্তোষের মতো কিছু বলে নাই। আলোচনা হয়েছে। তারা তো আসলে যে মিশনটা নিয়ে এসেছে ,সে ব্যাপারে যা বলার যা ডিসকাস করার সেটিই তারা ডিসকাস করেছে। কাজেই আমরা আগ বাড়িয়ে কেন এসব কথা বলতে যাব।’
সংলাপের উদ্যোগ নেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘একটা কথা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের সংবিধান, নির্বাচন সম্পর্কে এর বিধিবিধানের কোনো ব্যত্যয় আমরা মানি না। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, পৃথিবীর অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকার যেভাবে হয় বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আর এখানে সংসদের বিলুপ্ত হওয়ার প্রশ্নই ওঠে না, সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নই ওঠে না।’
এর আগে, সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের নেতারা শেরাটনে পৌঁছান। ১২টা বাজার কিছু আগে ইইউ প্রতিনিধিদলের পাঁচ সদস্য একসঙ্গে বনানীর ওই হোটেলে প্রবেশ করেন।