হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রবিবার গ্যালিলি ও উত্তর গোলানে হিজবুল্লাহ একাধিক ড্রোন পাঠায়, যার মধ্যে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে।
গত কয়েকদিন ধরে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়ছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে, রবিবারের হামলা লেবাননে ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে করা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে, পরের দিন থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। যুদ্ধের শুরুর দিকে সীমিত আকারে হামলা চললেও, সাম্প্রতিক মাসগুলোতে এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
ইসরায়েল হুমকি দিয়েছে, হিজবুল্লাহ হামলা থামাতে না পারলে, তারা লেবাননে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করবে।
ইসরায়েলি ওপর হিজবুল্লাহর হামলা
যুদ্ধবিরতি শেষ হতেই সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। আর এদিনই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ।
সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
পরবর্তীতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোস হানকারা, মার্গালিওট এবং কিরাত সমোনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। তবে সব হামলাই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা।
এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, হিজবুল্লাহর হামলার পর লেবাননে তাদের লঞ্চার লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে।
লেবাননে শুক্রবার ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির টিভি চ্যানেল আল-মানার। গণমাধ্যমের খবরে জানা গেছে, ইসরায়েলি লেবাননে তিনজন নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা