পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো তার নতুন নতুন ক্লাব আল নাসেরের সংস্কৃতিতে ভালোভাবেই অভ্যস্ত হয়ে উঠছেন। একই সঙ্গে তিনিও এখন নিজেকে আর আগের মতো সাইডলাইন বা কোণঠাসা মনে করছেন না।
সাবেক রিয়াল মাদ্রিদ এই খেলোয়াড় নতুন জগতে আরও ভালভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন। তাইতো রমজান শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় মুসলিমদের উদ্দেশে সুন্দর বার্তা দিয়েছেন এই পর্তুগিজ তারকা। বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে নিজের অফিসিয়াল টুইটারে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে তিনি লেখেন, সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা।
এদিকে, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ (২৩ মার্চ) থেকে রমজান শুরু হচ্ছে। পবিত্র এই মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও। নিজেদের ফেসবুক পেইজে ক্লাবটি জানায়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল। সেই সঙ্গে দেওয়া হয়েছে একটি প্রার্থনার ইমোজি।