কাঁচা ছোলা দারুন পুষ্টিগণ সম্পন্ন একটি খাবার। তাই অনেকেই সকালে ভেজানো কাঁচা ছোলা খেতে পছন্দ করেন। ভেজানো কাঁচা ছোলা আমাদের শরীরের নানাবিধ উপকারিতা সাধন করতে সক্ষম। সকালবেলা প্রথম খাদ্য হিসেবে ভেজানো কাঁচা ছোলা খাওয়া ভুলের কিছু নয় বরং এটি খাওয়া বুদ্ধিমানের কাজ। ভেজানো কাঁচা ছোলা খাওয়ার পর আপনি যদি তিন ধরনের খাবারের মধ্যে যেকোনো একটি খাবার ভুল করেও খেয়ে থাকেন তাহলে তাৎক্ষণিক আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে না জেনে যখনই কোন খাবার খাওয়া হয় সেটি হতে পারে বিপদের কারণ।
আমরা অনেকে রমজান মাসে কাচ্চা ছোলা কে খাদ্য তালিকায় রেখে থাকি। এই কাঁচা ছোলা তাৎক্ষণিকভাবে আমাদের শরীরকে পুষ্টি দিতে পারে। কারণ এটি আমাদের এনার্জি বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। আবার রমজান মাসে বা অন্যান্য দিনে কাঁচা ছোলার পাশাপাশি এক গ্লাস খাটি দুধ না রাখলে কিন্তু হয় না। কাঁচা ছোলা এবং দুধ একত্র হয়ে আমাদের পেটে গন্ডগোল তো হতেই পারে এমনকি বিষক্রিয়া পর্যন্ত ঘটাতে পারে ।
কাঁচা ছোলা এবং দুধ দুটোই উচ্চ প্রোটিন সম্পন্ন খাবার। আর এ দুটো খাবারই আমাদের শরীরে অনেক উপকার সাধন করতে পারে। কিন্তু কাঁচা ছোলা ও দুধ একত্রে খাওয়া যাবেনা। ছোলা খাওয়ার এক ঘন্টা কিংবা দু’ঘণ্টা পরে কিংবা ছোলা খাওয়ার এক ঘন্টা কিংবা দু’ঘণ্টা আগে দুধ খেয়ে নিতে হবে। তারপরেই খেতে হবে কাঁচা ছোলা। এ দুটো উচ্চ প্রোটিন সম্পন্ন খাবার পেতে যাওয়ার পর একটি আরেকটি হজম শক্তি নষ্ট করে ফেলে। দীর্ঘক্ষণ পর্যন্ত হজম হতে চায় না। যার ফলে এসিডিটির বদ হজম পেট ফোলা ইত্যাদি নানা ধরনের সমস্যা পেটে দেখা দিতে পারে। এমনকি বিষক্রিয়া পর্যন্ত ঘটার সম্ভাবনা রয়েছে। আপনিও যদি এতদিন পর্যন্ত এই ভুল করে থাকেন তাহলে আপনাকে এখনই সতর্ক হতে বলা হচ্ছে অবশ্যই সতর্ক হয়ে যাবেন।
পরবর্তীতে যে খাবারটি কাঁচা ছোলা খাওয়ার পর খাওয়া উচিত নয় সেটি হলো আচার। কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই আচার খাওয়া উচিত নয়। আচ্ছা সাধারণত ভেজানো হয় ভিনেগার দিয়ে আর কাঁচা ছোলা খাওয়ার পর যদি আপনার পেটে ভিনেগার যায় তাহলে আপনার পেটে বিষক্রিয়া হতে পারে। এতে কাঁচা ছোলার পরে যদি আপনি আচার খান এতে উপকারের বদলে আপনার আরো অনেক বেশি অপকার করবে। এবং আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে বুক জ্বালাও হতে পারে। তাই কাঁচা ছোলা খাওয়ার পর আচার কিংবা ভিনেগার আছে এমন ধরনের খাবার পরিহার করুন। বিশেষ করে যারা ডায়েট করেন তারা নিশ্চয়ই সকালে ভিনিগার জাতীয় কোন তরল গ্রহণ করে থাকেন এবং শক্তি বাড়ানোর জন্য পরবর্তীতে কাঁচা ছোলা খেয়ে থাকেন। আপনাদেরকে বলছি এরকম মারাত্মক ভুল আগামীকাল থেকে না করার অনুরোধ রইল।
সর্বশেষ এবং তৃতীয় যে খাবারটি কাঁচাছড়া খাওয়ার পর খাওয়া যাবে না সেটি হচ্ছে করোলা। সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাবেন না। কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেটি আপনি পাবেন করলাতেই। কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে বেশি পরিমাণ অক্সাইড পাওয়া যায়। তাতে করে শরীরে তা প্রবেশ করার পর মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করে। এতে এ বিষক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করবে এবং পরে গভীর একটি অসুখের সৃষ্টি করবে আপনার শরীরে। সেই অসুখটি হওয়ার পর আপনি নিশ্চয়ই ভাববেন যে আপনি এমন কি ভুল কাজ করেছেন যার কারণে আপনার এই অসুখটি হলো। আপনার ভুল এখানেই আপনি যদি কাঁচা ছোলা খাওয়ার পর করলা দুধ বা ভিনেগার জাতীয় কোন খাবার গ্রহণ করেন তাহলে পরবর্তীতে এটি আপনার শরীরে বড় ধরনের রোগ সৃষ্টি করতে সাহায্য করবে।