জনপ্রিয় এই সোশ্যাল সাইট ফেসবুকে ব্যবহারকারীদের সুবিধার্থে নানা ফিচার রয়েছে। বিভিন্ন ফিচার/ট্রিকস ব্যবহারে ফেসবুক ব্যবহার আরও সুবিধাজনক হয়। অনেকেরই ফেসবুকে বড় ফন্টে পোস্ট লেখার প্রয়োজন হয়।
ফেসবুকে পোস্টের লেখাগুলোকে বোল্ড করে, ইটালিক করে কিংবা লেখার ফন্ট সাইজ বড় করে পোস্ট করা যায়। তবে এ সুবিধা কেবল গ্রুপ পোস্টের জন্য প্রযোজ্য। অর্থাৎ গ্রুপে পোস্ট লেখার সময় আপনি চাইলে বড় ফন্ট, বোল্ড, ইটালিকসহ আরও কিছু ফরম্যাটে লিখে পোস্ট করতে পারবেন। এ জন্য যা করতে হবে তা হলো-
>> ফেসবুক গ্রুপে পোস্ট আগে লিখুন।
>> এরপর লেখার যে অংশটুকু আপনি বড় ফন্টে দিতে চান তা সিলেক্ট করুন।
>> তারপর দেখতে পাবেন একটি পপআপ মেন্যু আসছে। এখান থেকে ‘HI’ অপশনে ক্লিক করলেই ফন্টের আকার বড় হয়ে যাবে।
যেভাবে এডিট করবেন মেসেঞ্জারে চ্যাট
বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের চ্যাট অ্যাপ মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপের মতো এখন মেসেঞ্জারেও চ্যাট এডিট করতে পারবেন। কাউকে মেসেজ লিখতে গিয়ে ভুল হয়ে গেছে এবং মেসেজ পাঠিয়েও ফেলেছেন। এখন চিন্তা নেই এডিট করে সেটি পাল্টে ফেলা মোটেই কঠিন কাজ নয়।
ফেসবুক মেসেঞ্জারে এই সুবিধা ছিল না এতদিন। মেসেঞ্জারে মেসেজ একবার পাঠানো হলে তা আর এডিট করা যেত না। কিন্তু এবারে আর সেই সমস্যা নেই। কারণ সাম্প্রতিক একটি আপডেটে নয়া ফিচার এনেছে ফেসবুক মেটা। আর সেই ফিচারের মাধ্যমেই মেসেজ এডিট করা যাবে অন্যান্য অ্যাপের মতো।
টেলিগ্রামের মতো মেসেজ এডিটের বিকল্প অন্য অ্যাপগুলোতে ছিল না। হোয়াটসঅ্যাপেও সেই বিকল্প আনা হয়েছে অনেকদিন হলো। এরপর ফেসবুকেও চলে এসেছে এডিটের নতুন ফিচার।
মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত মেসেজ এডিট করার অপশন দেওয়া হয়েছে। একটি মেসেজ মোট পাঁচবার এডিট করা যাবে। এরপর আর সেটি এডিট করা যাবে না। ১৫ মিনিটের মধ্যে হলেও পাঁচবারই সুযোগ পাবেন একজন। ১৫ মিনিট পেরিয়ে গেলে আর এডিট করা যাবে না। শেষ এডিট করা মেসেজই শো করবে তখন।
দেখে নিন কীভাবে কাজটি করবেন-
মেসেজ এডিট করার জন্য একটি মেসেজের উপর লং প্রেস করে ধরে রাখুন। একটি মেনু চলে আসবে। ওই মেনুতেই পাবেন এডিট অপশনটি। এডিট অপশনে গিয়ে নতুন করে মেসেজটি লিখতে হবে। অথবা ভুল মেসেজটি শুধরে নিতে হবে। শুধরানো হয়ে গেলে সেন্ড অপশনে ট্যাপ করলেই চলে যাবে এডিটেড মেসেজ।
ফেসবুকে টাকায় মিলবে ‘নীল টিক’
টুইটার কর্তা ইলন মাস্কের দেখানো পথেই হাঁটলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এবার অর্থের বিনিয়ে ব্লু ব্যাজ বা নীল টিক মিলবে ইনস্টাগ্রাম ও ফেসবুকে।
আর এই নীল টিকের জন্য গ্রাহকদের মাসে গুনতে হবে ১১.৯৯ থেকে ১৪.৯৯ ডলার। সাধারণ ওয়েব ব্যবহারকারীদের জন্য ১১.৯৯ ডলার ধার্য করেছে মেটা আর আইফোন ব্যবহারকারীদের জন্য ১৪.৯৯ ডলার।
চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কার্যকর হবে এই অর্থের বিনিময়ে নীল টিক দেওয়া কার্যক্রম।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, নিরাপত্তা ও সত্যতা নিশ্চিতের মান আরও বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে তার কোম্পানি।
তবে ব্যবসায়িক ক্ষেত্রে (মেটা বিজনেস) এখই এই সুবিধা দেবে না মেটা। স্বতন্ত্র ব্যবহারকারীরা ভেরিফাইড হওয়ার জন্য অর্থ দিতে পারবেন।
সূত্র: বিবিসি