গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, কিয়েভ তার দীর্ঘ পরিকল্পিত পাল্টা আক্রমণ শুরু করতে প্রস্তুত। তবে তার কার্যালয়ের উপপ্রধান পরিচালক ইগর জোভকভা একই দিনে বলেছিলেন, তার দেশ এখনো সফল অভিযান চালানোর জন্য পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পায়নি।
এর আগে গত শুক্রবার ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী দাবি করেছিল, তারা রাশিয়ার ৩৩টি মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছে।
কিয়েভের সামরিক প্রশাসন প্রধান সেরহি পপকো এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছিলেন, কিয়েভে ছয় দিন ধরে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এটি হামলার ষষ্ঠতম ঢেউ। এ হামলায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করছে রাশিয়া।
তিনি বলেছিলেন, হামলার এই ঢেউয়ে ভূমি ও আকাশ থেকে নিক্ষিপ্ত মিসাইল এবং ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনকে পরাস্ত করেছে ইউক্রেনের এয়ার ডিফেন্স। এ সাফল্যে পপকো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। তবে তিনি হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত করেননি।
আপনার মন্তব্য লিখুন