আসন্ন সিনেমার প্রচারে নতুন চমক কিয়ারা আদভানি ও বরুণ ধাওয়ানের। এবার সোজা পৌঁছে গেলেন মেট্রোতে। আগামী ২৪ জুন মুক্তি পেতে চলেছে তাদের কমেডি সিনেমা ‘যুগ যুগ জিও’।
তবে শুধু কিয়ারা-বরুণ নয়, মুম্বাইয়ের মেট্রো সফরে তাদের সঙ্গেই ছিলেন অনিল কাপুর ও নিতু কাপুর। সিনেমায় এই দুই বর্ষীয়ান অভিনেতা ও অভিনেত্রীকে দেখা যাবে বাবা-মায়ের ভূমিকায়।
ছবির প্রচার চলাকালীন মেট্রোয় বসে খাবার খাচ্ছিলেন বরুণ-কিয়ারা। সেই ছবি ছড়িয়ে পড়তেই বিপাকে পড়লেন তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বরুণ-কিয়ারার মেট্রো সফরের একগুচ্ছ ছবি আর ভিডিও। যা দেখেই তুমুল কটাক্ষ করেছেন নেটিজেনরা।
এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অভিযোগ, মেট্রোর ভিতরে খাবার খাওয়া অনুমতি নেই। তারকা বলেই কি নিয়ম ভাঙা যায়? একজন আবার মজা করে বলেছেন, তারা প্রচারের জন্য আপনার ঘরও পরিষ্কার করে দেবেন। কেউ কেউ আবার মেট্রো পুলিশের দিকেও প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, তারা মেট্রোতে খাওয়ার অনুমতি দিলেন কীভাবে? যদিও এখনও পর্যন্ত এই বিতর্কের পর মুখ খোলেননি তারকারা।
আপনার মন্তব্য লিখুন