নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত, বিরোধীদল বিহীন নির্বাচন প্রত্যাখান এবং দেশের হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত।
আজ মঙ্গলবার এ কর্মসূচি পালন করে দলটি।
এ সময় জামায়াতের শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক বিনাভোটের সরকারের পতনের লক্ষ্যে রাজপথে যে কোনো ত্যাগ স্বীকারে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
এদিন রাজধানীর দক্ষিণখানের পশ্চিম থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিলি করা হয় দলটির পক্ষ থেকে। এছাড়া হাতিরঝিল, শেওড়াপাড়া-তালতলায়, মিরপুর-১৪ নম্বরে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
আপনার মন্তব্য লিখুন