ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালীন সময় ইসরাইলি চার সৈন্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
রোববার (১২ জানুয়ারি) সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার (১১ জানুয়ারি) গাজার উত্তর প্রান্তের শহর বেইত হানোনুনে এসব সেনা হতাহত ঘটনা ঘটে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তর প্রান্তের বেইত হানোনুনে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই চারজন সেনা নিহত হয়। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা বেড়ে ৪০৩ জনে দাঁড়িয়েছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চার জন নিহতের পাশা পাশি একজন অফিসার এবং একজন সংরক্ষিত সৈন্য গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছে।
সামরিক বাহিনী বলেছে, উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে তিন যোদ্ধাকে হত্যা করেছে। হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে যেখানে ইসরাইলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে।
এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে কমপক্ষে ৪৬ হাজার ৫৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে স্বীকার করেছে।
আপনার মন্তব্য লিখুন