ঢাকার রায়ের বাজারের ঐতিহ্যবাহী মোহাম্মদীয়া আলিম মাদরাসার প্রাক্তন ছাত্রছাত্রী পূর্ণমিলনী উদযাপন কমিটি ২০২৩ গঠন।
উক্ত কমিটির লক্ষ ও উদ্দেশ্য হল মাদরাসার ১৯৮১ থেকে ২০২৩ পর্যন্ত ব্যাচ ভিত্তিক পরিচিতি, স্মৃতি চারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোজ এবং প্রাক্তন স্যার ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রধান করা। প্রাক্তন ছাত্রছাত্রী পূর্ণমিলনী উদযাপন কমিটি ২০২৩ গঠনের লক্ষ সাধারন সভা আয়োজন করা হয় যেখানে প্রাক্তন বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।
উক্ত সভায় ২০১১ ব্যাচের শিক্ষার্থী ও সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই এর প্রতিষ্ঠাতা এইচ এম বায়েজিদ বোস্তামী ১৪ সদস্য কমিটি উপস্থাপন করেন।
যেখানে মোহাম্মদীয়া আলিম মাদরাসার প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোঃ জুয়েল হাসান রাজ কে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আকরাম হোসাইন সিএফ কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এছাড়াও
সহ-সভাপতি হিসাবে আছেন : ১. মোঃ বেলাল ২. মোঃ রেজাউল করিম. সহ-সাধারন সম্পাদক : আব্দুল আহাদ. দপ্তর সম্পাদক : মোঃ আলাক হোসাইন. তথ্য ও প্রচার সম্পাদক : মোহাম্মদ মুস্তাকিম. অর্থ সম্পাদক : ইকবাল হোসাইন. আপ্যায়ন সম্পাদক : শাখাওয়াত হোসাইন. সাজসজ্জা সম্পাদক : মোহাম্মদ ফয়জুল্লাহ. অভ্যর্থনা সম্পাদক : মোঃ আবু হানিফ. কার্যনির্বাহী সদস্য : ১. মেহেদি, ২. যুবায়ের (বর্তমান ছাত্র)
যা সভায় উপস্থিত সকলের সম্মতিতে পাশ করা হয় এবং ২০২৩ এ মার্চ মাসে পূর্ণমিলনীর সুন্দর একটি আয়োজন প্রত্যাশার মাধ্যমে সমাপ্ত করা হয়।
উল্লেখ্য যে মোহাম্মদীয়া আলিম মাদরাসা প্রাক্তন ছাত্রছাত্রী পূর্ণমিলনী উদযাপন কমিটি ২০২৩ যে কোন আপডেট ও সহায়তা করতে নিম্ন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে : 01718863371 (মুস্তাকিম আহমেদ), 01518412279 (মোঃ আলাক হোসাইন)।
পূর্ণমিলনী হোয়াটসঅ্যাপ গ্রুপ যোগ দিতে ক্লিক করুন : https://chat.whatsapp.com/KOQagGDffzH1MISGOLRD2G
আপনার মন্তব্য লিখুন