১৫ আগস্ট, বাঙালি জাতীর জন্য শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করেছিল ঘাতকের দল।
পুরো জাতি শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য শহীদদের। জাতীর পিতাকে স্মরণে দোয়ার আয়োজন করেছে বরিশাল মুলাদী উপজেলার সামাজিক সংগঠন আলোকিত মুলাদী।
ঢাকার সেগুনবাগিচায় আলোকিত মুলাদীর প্রধান কার্যালয়ে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলোকিত মুলাদীর সভাপতি মোঃ রেজাউল করিম।
আরো উপস্থিত ছিলেন, আলোকিত মুলাদীর সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সরদার সহ আরো অনেকে।
দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের জন্য দোয়া হয়।
আপনার মন্তব্য লিখুন