মুলাদীতে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় লাশের পরিচয় মিলেছে। গত বৃহস্পতিবার উপজেলার গাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ সিকদারের বাড়ির পূর্বপাশের সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া লাশটি স্কুলছাত্রী আখিনূরের।
পুলিশের ধারণা, তাকে খুন করা হযেছে। আখিনূর গাছুয়া ইউনিয়নের পূর্বহোসনাবাদ গ্রামের শাহআলম হাওলাদারের মেয়ে।
সে পৈক্ষা হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। ৩ আগস্ট দুপুর ১২টার দিকে খালাতো বোনের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ১২ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে।
জানা যায়, ৪ আগস্ট বিকেলে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানা-পুলিশে সংবাদ দেন। লাশের মাথার পেছনে ও মুখ মণ্ডলে ধারালো অস্ত্রের আঘাত দেখে প্রাথমিক ভাবে খুন বলে ধারণা করে পুলিশ।
আখিনূরের বাবা শাহআলম হাওলাদার মেয়ের লাশ বলে শনাক্ত করেন। স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছেলের সঙ্গে আখিনূরের সম্পর্ক ছিল। ছেলেটি আখিনূরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাস বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এবং তারা এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
আপনার মন্তব্য লিখুন