বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর সাথে সাক্ষাত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
গত রবিবার রাতে রাষ্ট্রপতির সাথে দেখা করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীঃ অর্জন ও সম্ভাবনা” শীর্ষক বিশেষ প্রকাশনাটি তুলে দেন তিনি।
এ সময় রাষ্ট্রপতিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান উপাচার্য।
এর আগে ওই দিন রাতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণকারী ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
আপনার মন্তব্য লিখুন