হলিউডের তারকা অভিনেতা জনি ডেপ ও অভিনেত্রী আম্বার হার্ডের আইনি লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের আদালতে মামলার শুনানি চলাকালে পাওয়া যাচ্ছে নতুন নতুন তথ্য। এবার আম্বার হার্ড দাবি করেছেন, জনি ডেপ মধুচন্দ্রিমায় তার গলা চেপে ধরেছিলেন।
আম্বারের সঙ্গে জনির বিয়ে হয়েছিল ২০১৫ সালে, ছাড়াছাড়ি হয় ২০১৭ সালে। সংবাদমাধ্যমে নিবন্ধ লেখার জেরে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন জনি। নিবন্ধে আম্বার দাবি করেছিলেন, জনি তাকে নির্যাতন করেছেন।
জনি ডেপের মামলার জবাবে ৩৬ বছরের আম্বারও পাল্টা ১০০ মিলিয়ন ডলারের মামলা করেছেন।
ভার্জিনিয়ার আদালতে পঞ্চম সপ্তাহের শুনানি শুরু হয়েছে। আম্বার আদালতে বলেছেন, জনির সঙ্গে বিয়ে টিকিয়ে রাখতে চাইলে হয়তো তিনি বেঁচে থাকতেন না। আম্বার বলেন, আমি খুবই ভীত হয়ে পড়েছিলাম। আমার জন্য পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। আমি তাকে ছাড়তে চাইনি। আমি তাকে অনেক অনেক বেশি ভালোবেসেছিলাম।
আপনার মন্তব্য লিখুন