তুরস্কের বিরোধী দলগুলো সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের অনিয়ম ও ব্যালট জালিয়াতির অভিযোগ এনেছে।
রিপাবলিকান পিপলস পার্টি ও গ্রিন লেফট পার্টি এ নিয়ে উদ্বেগ জানিয়ে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলে অভিযোগও দাখিল করেছে।
গতকাল বুধবার পিপলস পার্টির ডেপুটি চেয়ারম্যান জানিয়েছে তারা ২ লাখ ১০ হাজার ব্যালট যাচাই-বাছাই করে ৭ হাজারের বেশি ব্যালটে অনিয়ম পেয়েছে।
কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ২৮ মে আবারও রান-অফ নির্বাচনে যাচ্ছে তুরস্ক। যদিও ৪৯ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এগিয়ে রয়েছেন।
এরদোগান পেয়েছেন ৪৯.৫ শতাংশ ভোট তার নিকতম প্রতিদ্বন্দ্বী কামাল পেয়েছেন ৪৪.৮৯ শতাংশ ভোট।
সূত্র: আল জাজিরা
আপনার মন্তব্য লিখুন