ইসরায়েলের বিরুদ্ধে ইউক্রেনে ‘নব্য নাৎসিবাদ’ সমর্থনের অভিযোগ করেছে রাশিয়া। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেছেন- এডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল। সেই মন্তব্যের জন্য লাভরভকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের নেতারা।
লাভরভের মন্তব্য নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিডের সমালোচনার জবাবে একটি বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই বিবৃতিতে ল্যাপিডের মন্তব্য ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।
এদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভকে সমর্থন দেয় ইসরায়েল। যদিও ইসরায়েল বরাবরই মস্কোর সরাসরি সমালোচনা এড়িয়ে চলেছে।
ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে বেশ কিছু দেশ রুশ ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সে পথে পা বাড়ায়নি ইসরায়েল। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়েছে।
ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটনের জন্য গত এপ্রিলে রাশিয়াকে অভিযুক্ত করেছে ইসরায়েল। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী ইতালির একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন।
ওই সময় তাকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে কেন রাশিয়া ‘নাৎসি’ হিসেবে চিত্রিত করছে- যেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি। উত্তরে লাভরভ বলেন, এতে কিছু আসে যায় না। প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসিরা নেই এটা প্রমাণ হয় না।
তিনি আরো বলেন, আমার ভুল হতে পারে, কিন্তু হিটলারেরও দেহেও ইহুদি রক্ত ছিল। জ্ঞানী ইহুদিরা বলেন যে সবচেয়ে কড়া অ্যান্টি-সেমিটরাও সাধারণত ইহুদি হয়ে থাকে।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যে ইসরায়েলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড রুশ পররাষ্ট্রমন্ত্রীর কড়া নিন্দা করে ক্ষমা চাইতে বলেন।
আপনার মন্তব্য লিখুন