সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই পরিবার সমাজের নানা অসঙ্গতি এবং সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। সুন্দর, সাবলীল এবং বৈষম্য মুক্ত সমাজ গঠনের স্বপ্ন এবং আমরাই গড়বো উজ্জ্বল আগামী মূলমন্ত্র নিয়ে মূলত এ সামাজিক সংগঠনটির পথচলা।
এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল ২০তম রোজায় পথ মানুষদের মাঝে ২০০ প্যাকেট ইফতারী ও পানীয় বিতরনের উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু আল্লাহর অশেষ কৃপায় যা ৪৫০ প্যাকেট পৌছায় এবং তা বিতরন করা হয়।
ইফতার ইভেন্ট কার্যক্রমটিতে স্পন্সর হিসাবে সহযোগিতা করেন এ এইচ এম কামরুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর – ইজি ইলেকট্রনিক্স. ঢাকা, বাংলাদেশ।
কো – স্পন্সর হিসাবে ছিলেন লেঃ কর্ণেল মোঃ গোলাম কিবরিয়া, পিএসসি (অবঃ) নির্বাহী পরিচালক (প্রশাসন), পাকিজা গ্রুপ । মোঃ গোলাম ফারুক (কাজল), ম্যানেজিং ডিরেক্টর – ম্যাক বিল্ডার্স
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এইচ এম বায়েজিদ বোস্তামী এছাড়া এতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও গ্রীস ইন্টঃ স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল জনাব রুহুল আমীন সরকার আর ইভেন্টি পরিচালনা করেন আমরা সবাই ভাইস প্রেসিডেন্ট কবি জয়নুল আবেদীন সৈকত।
আপনার মন্তব্য লিখুন