সৌদি আরবের সংস্কারপন্থী অধ্যাপক আওয়াদ আল করনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
টুইটার ও হোয়াটসঅ্যাপে রাষ্ট্রবিরোধী সংবাদ প্রকাশ করার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করায় ২০১৭ ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়। সে সময় আওয়াদ আল করনিকে গ্রেফতার করা হয়। সৌদির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে তাকে একজন ভয়ংকর সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে উপস্থাপন করা হয়।
কিন্তু সরকারবিরোধীদের মতে আওয়াদ আর করনি একজন গুরুত্বপূর্ণ ও সুপরিচিত বুদ্ধিজীবী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব।
টুইটারে তার ২০ লাখ অনুসারী আছে। এমন রায়ের বিরুদ্ধে সরকারকে সতর্ক করেছেন মানবাধিকার কর্মী ও সৌদি আরবের ভিন্নমতের ব্যক্তিরা। তারা বলছেন, সৌদি সরকারের সমালোচনারীদের বিরুদ্ধে ধরপাকড় চালাচ্ছে সরকার।
আপনার মন্তব্য লিখুন