বরিশাল নগরীর কাউনিয়া মেইন রোডের কারিমুল কোরান হাফিজিয়া রোকেয়া মাদ্রাসার অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মাদ্রাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মিজানুর রহমানের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে রবিবার রাতে তারাবীহ নামাজের সময় ওই এলাকায় বিক্ষোভ করে মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার বাসিন্দারা। তারা এ ঘটনার বিচার দাবি করেন।
ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ রফিকুল ইসলাম জানান, বিগত দিনে এই মাদ্রাসায় রমজান মাসে নারীদের জন্য তারাবীর নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। করোনার কারণে গত দুই বছর মহিলাদের তারাবীর নামাজ বন্ধ রাখা হয়। এবারের রমজানে ওই মাদ্রাসায় মহিলাদের তারাবীর নামাজ আদায়ের জন্য হাফেজ নিয়োগসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ১৮ মার্চ এক সভা অনুষ্ঠিত হয়।
তবে সভায় অনুপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মিজানুর রহমান। এ নিয়ে শনিবার মাদ্রাসার অধ্যক্ষ আ. লতিফ মল্লিককে দেখে নেয়ার হুমকি দেন মিজান। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে অধ্যক্ষের সাথে দুর্ব্যবহার এবং তাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে মিজানের বিরুদ্ধে।
এ খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা ওই রাতেই কাউনিয়া মেইন রোডে বিক্ষোভ মিছিল করে। তারা অধ্যক্ষের উপর হামলকারীর বিচার দাবি করেন। পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি শান্ত হয়।
আপনার মন্তব্য লিখুন