বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে টুইট করেছেন ইমরান খান সরকারের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
টুইট বার্তায় তিনি জানান: আজ বিকালে প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ফেডারেল মিনিস্টার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেবাখাতের প্রধান ও শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এনএসসি পকিস্তানের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ ফোরাম। এ ফোরামের সভাপতি প্রধানমন্ত্রী।
পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারানোর ঝুঁকিতে আছেন ইমরান। এমন প্রেক্ষাপটে গতকাল বুধবার জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়েও পরে তা বাতিল করেন ইমরান।
দেশটির ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফয়সাল ভাওদা দলীয় প্রধান ইমরানের জীবন মারাত্মক হুমকিতে আছে বলে দাবি করেন।
দেশটির জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী ৪ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। বড় ব্যবধানে অনাস্থা ভোটে হেরে যেতে পারেন ইমরান।
আপনার মন্তব্য লিখুন