ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো অনর্গল মিথ্যাচার, উসকানি ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এ অভিযোগ করেন। খবর আনাদোলুর।
জার্মানির মিউনিখে শনিবার নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডের লেইনের বক্তব্যের জের ধরে মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চালানোর অনেক আগে থেকেই পশ্চিমা জোট মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিয়েছিল।
মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের পরামর্শে ২০২১ সালের শেষের দিকে ইইউ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা করে। তারা চাচ্ছিল ইউক্রেনে তাদের সেনা মোতায়েন করতে।
ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে পশ্চিমারা ব্যবহার করছে বলেও অভিযোগ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।
আপনার মন্তব্য লিখুন