বাসটির চালক বলেছেন, আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের পোশাক পরে মোটরসাইকেলে আসা দুই যুবক ঢাকা-কুমিল্লা রুটের এশিয়ান পরিবহনের বাসটিতে আগুন দেন।
বাসচালক মনির হোসেন বলেন, ‘পুলিশ বাসটি রিকুইজিশন নিয়েছিল। আমি বিকেল ৫টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে কাকরাইল আসি। পুলিশ নেমে যাওয়ার পর দুজন এসে বাসে আগুন ধরিয়ে দেন।’
বাসটি যেখানে দাঁড় করানো ছিল তার সামনে ও পেছনে পুলিশের দুটি চেকপোস্ট ছিল। বাসের আগুন থেকে ওপরে থাকা বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আশেপাশের ভবন থেকে অগ্নি নির্বাপক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন বলে জানা যায়।
বাসের কর্মচারী কামরুল ইসলাম পলাশ বলেন, ‘বাসের ভেতরে তিনজন ছিলাম। দুই যুবক একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে এবং অকটেন ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়।’
তিনি আরও বলেন, আমরা তাদেরকে থামানোর চেষ্টা করলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।