বিদ্রোহী রাশিয়ান ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ রক্তক্ষয় এড়াতে নিজেদের ঘাঁটিসমূহে ফিরে যেতে রাজি হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতা ইয়েভগেনি প্রিগোজিন। খবর রয়টার্স’র।
শনিবার টেলিগ্রাম-এ এক অডিওবার্তায় প্রিগোজিন বলেছেন, ২৪ ঘণ্টায় আমরা মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। এখন এমন একটা সময় হয়েছে যখন রক্তক্ষয় শুরু হতে পারে। তাই, রুশ রক্তপাত ঘটতে পারে — এ বিষয়টির সম্পূর্ণ দায়ভার নিয়ে আমরা রণক্ষেত্রের ঘাঁটিগুলোতে ফিরে যাচ্ছি।
ওয়াগনারের মস্কোমুখী অগ্রগতি থামানো এবং তার বিনিময়ে বিদ্রোহীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো’র মধ্যস্থতায় একটি সমঝোতা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ওয়াগনার প্রধান প্রিগোজিনের সঙ্গে আজ সারাদিন ধরে আলোচনা করেছেন। এই সংলাপের প্রেক্ষিতে বিদ্রোহে ক্ষান্ত দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মত হন প্রিগোজিন।
লুকাশেঙ্কোর প্রেস সার্ভিস জানিয়েছে, আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মতি ছিল।
বেলারুশের প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘তার বাহিনীর মস্কো অভিমুখে যাত্রা বন্ধ করতে রাজি হয়েছেন প্রিগোজিন। একইসঙ্গে, উত্তেজনা প্রশমনে আরও পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।’
দুই পক্ষের মধ্যে চুক্তি অনুসারে, নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছে ওয়াগনার যোদ্ধারা। কিন্তু, প্রিগোজিন ও তার ভাড়াটে সেনাদের আর কী কী প্রস্তাব দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি।
এর আগে শনিবার (২৪ জুন) মস্কো অভিমুখে যাত্রা শুরু করেছিল ওয়াগনার সেনাবহর। তাদের থামাতে এক পর্যায়ে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে রাশিয়ান সেনাবাহিনী।
আপনার মন্তব্য লিখুন