চীনকে সঙ্গে নিয়ে বিশ্বে নতুন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় রাশিয়া। যেখানে এখনকার মতো পশ্চিমা তথা মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য থাকবে না। চীন সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় এই আকাঙ্ক্ষার কথা জানান।
এর আগে বুধবার চীনের পূর্বাঞ্চলীয় হুয়াংশান শহরে পৌঁছান তিনি। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথম চীন সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বিশ্ব একটি গুরুতর পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারাসহ (চীন) আমরা মিলে আমাদের প্রতি সহানুভূতিশীল দেশগুলো নিয়ে একটি বহুমেরুকেন্দ্রিক, ন্যায়পরায়ণ ও গণতান্ত্রিক বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাব।’
এদিকে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ জানান, ইউক্রেন সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তাদের মিত্রদের দেওয়া নারকীয় নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে পঙ্গু করতে ব্যর্থ হয়েছে। এসব নিষেধাজ্ঞা বুমেরাংয়ের মতো পশ্চিমাদের দিকে ফিরে আসছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করার কারণে পশ্চিমাদের সম্মানহানি হয়েছে বলেও জানান তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ বলেন, পশ্চিমারা যখন রাশিয়াকে কোণঠাসা করার নিরর্থক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন বিশ্ব ধীরে ধীরে নতুন বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। আর্থিক ব্যবস্থার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। রিজার্ভ মুদ্রার ওপর আস্থা ভোরের কুয়াশার মতোই ম্লান হয়ে যাচ্ছে এবং ডলার ও ইউরো ত্যাগ করার সম্ভাবনা এখন আর অবাস্তব বলে মনে হচ্ছে না। আঞ্চলিক মুদ্রার যুগ আসছে।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার হামলার পাঁচ সপ্তাহ গড়ালেও এখনো এর নিন্দা জানায়নি বেইজিং। এদিকে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও এখন শান্তি চুক্তির ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি। দু’পক্ষই আরও আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন