রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে তালেবান নামটি বাদ দেওয়ার বিষয়টি রাশিয়া খতিয়ে দেখছে।
তিনি তার পররাষ্ট্র বিভাগের রিপোর্টে যোগ করেছেন, ‘এক অর্থে ‘তালেবানদের’ সাথে রাশিয়ার মিথস্ক্রিয়া তার দেশের জন্য সুবিধার। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের তালেবানের সঙ্গে সম্পর্ক প্রয়োজন।
জাখারোভা বলেন, কিছু সাংবাদিক ‘তালেবানদের সাথে রাশিয়ার সম্পর্ক’ নিয়ে লিখছেন। কিন্তু তারা বুঝতে পারছেন না, মাদক পাচার, সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্পর্কের প্রয়োজন।
দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী সংগঠন হিসেবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় ছিল তালেবান। ২০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী বিদায় নেওয়ার পর ২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান বাহিনী। এরপরই আফগানিস্তানের তালেবান সরকারের সাথে ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া।