বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে ৫ ও ৬ জুন বাংলাদেশ সফর করছেন ভারতের সেনাপ্রধান।
এ সময় বাংলাদেশ মিলিটারি একাডেমি, চট্টগ্রামে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন তিনি। এ ছাড়া সফরকালে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে যারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের সেনাপ্রধান।