মাদরাসা বোর্ডের আটকে থাকা বৃত্তির টাকা পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
গতকাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় বৃত্তির টাকা নিয়ে ‘ইচ্ছাকৃত বৈষম্যে’র শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত চার বছরেরও বেশি সময় ধরে বৃত্তির টাকা পাচ্ছেন না এসব শিক্ষার্থী। বৃত্তির টাকা না পাওয়া এসব শিক্ষার্থী সবাই আলিম শ্রেণির পর সাধারণ শিক্ষায় এসেছেন।
মাদরাসা শিক্ষা অধিদফতর আলাদা হয়ে যাওয়ায় সৃষ্ট জটিলতায় নিজেদের বৃত্তির টাকা পাচ্ছেন না তারা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিকুর রহমান সাকিব বলেন, দীর্ঘদিন আমরা বৃত্তির টাকা পাচ্ছি না। এটা শুধু আমাদের সমস্যা না। আমাদের সিনিয়র ২০১৬-১৭, ১৭-১৮, ১৮-১৯, ১৯-২০, ২০-২১, ২১-২২ প্রতিটি ব্যাচের টাকা আটকে আছে। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীর একই সমস্যা।