পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ সময় আল-কাদির ট্রাস্ট মামলায় তিনি ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো-এনএবি’র হেফাজতে থাকবেন।
এনএবি’র পক্ষ থেকেই ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। ইতিপূর্বে তোশাখানা মামলায় ইসলামাবাদের একটি আদালতে ইমরান খান অভিযুক্ত হয়েছেন। তিনি গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন।
বুধবার ইসলামাবাদে পুলিশ লাইনসে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির করা হয় ইমরান খানকে। এনএবি মামলাটি তদন্ত করছে। গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্ত্বর থেকে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করে।
ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে তার দল তেহরিক–ই–ইনসাফ বা পিটিআইয়ের কর্মী–সমর্থকদের সঙ্গে দেশটির বিভিন্ন শহরে পুলিশের সংঘর্ষ হয়েছে। পিটিআই ও প্রত্যক্ষদর্শীদের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লাহোর ও রাওয়ালপিন্ডিতে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানে নতুন জোট সরকার গঠিত হয়। এই সরকার গত বছরের জুনে অভিযোগ করে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে ইমরান খান ও তার স্ত্রী তাদের ট্রাস্টের জন্য পাকিস্তানের অন্যতম আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজের কাছ থেকে কোটি কোটি রুপি মূল্যের জমি পেয়েছেন।
আপনার মন্তব্য লিখুন