কোনও ভুল সিদ্ধান্ত নিলে ইরানের প্রথম পাল্টা আঘাতেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে দাবি করেছেন ইরানি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ইসরাইল তার দেশে প্রথমবার যেকোনও ধরনের আগ্রাসন চালালে এটি হবে তার এ ধরনের শেষ ভুল। কারণ, ইরানের পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরায়েলের থাকবে না।”
সাম্প্রতিক সময়ে তেল আবিব একাধিকবার ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে। এমনকি ইসরায়েলি কর্মকর্তারা একথাও বলেছেন যে, আমেরিকার সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাতে পারে তেল আবিব। প্রেসিডেন্ট রায়িসি দৃশ্যত সে হুমকির জবাব দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি মঙ্গলবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, “ইসরায়েল সরকারের হুমকি একটি ব্যর্থ বাগাড়ম্বর যা বিশ্বের কেউ বিশ্বাস করে না। ইহুদিবাদী শত্রু যদি আমাদের বিরুদ্ধে সামান্যতম কোনও পদক্ষেপ নেয় তাহলে আমাদের প্রথম পাল্টা আঘাতেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে।।”
ইরানের প্রেসিডেন্ট বলেন, “ইরানের শক্তি এখন আর এ অঞ্চলের কারও কাছে অজানা নয়। ইরানের বিরুদ্ধে ইসরায়েল সরকারের যেকোনও মূর্খ আচরণ হবে এটির শেষ পদক্ষেপ।”
রায়িসি বলেন, “ইরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তটি সহ্য করাও ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না।”
ইসরায়েল যে ইরানকে মোকাবিলা করার শক্তি রাখে না এটি তেল আবিব নিজে ভালো করেই জানে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রায়িসি।
সূত্র: প্রেসটিভি