আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) পক্ষেবরিশাল সিটি কর্পোরেশনের ভোটারদের কাছে ভোট চেয়েছেন (বরিশাল-৩) মুলাদী, বাবুগঞ্জের জনপ্রিয় নেতা, নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান।
নগরীর ২০ নং ওয়ার্ড বিএম কলেজ চত্বর, গোরস্থান রোড, মূনসী গ্যারেজ, বগুরা রোড, নতুন বাজার এলাকায় জনসংযোগ ও নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় শহাস্রাদিক লোক অংশ নেন।
এ সময় তাদের মিছিল এর উৎফুল্লতায় ভিড় জমান স্থানীয় ভোটাররা। তখন তাঁরা উন্নয়নের নানা বিষয় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নৌকার প্রচারপত্র বিলি করে ভোট প্রার্থনা করেন। এ সময় কয়েকটি পথসভায়ও বক্তব্য দেন।
এ সময় নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে নগরবাসীর কাছে ভোট চান মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, ‘আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।’
আপনার মন্তব্য লিখুন