পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি ‘মাইনাস-ইমরান’ ফর্মুলার জন্য প্রস্তুত আছেন যদি এতে পাকিস্তানের উপকার হয় বা দেশ ধ্বংসের হাত থেকে বাঁচে।
শনিবার এক ভাষণে ইমরান খান বলেন, ‘মাইনাস ইমরান, কিন্তু আমাকে বলুন এতে দেশের কী উপকার হবে?’
বক্তব্যে ইমরান খান বলেন, গত ৯ মে তাকে গ্রেফতারের পর দেশব্যাপী যে দাঙ্গা শুরু হয় তা একটি সুচিন্তিত ষড়যন্ত্রের আলোকে সংগঠিত হয়।
ইমরান খান বলেন, ক্ষমতাসীন জোট জানে যে, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে তারা জিততে পারবে না। এ কারণে তারা দেশের সাবেক ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করেছে।
তার গ্রেফতারের পর দিনব্যাপী সহিংসতার কথা বলতে গিয়ে পাকিস্তারন সাবেক প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, যখন পিটিআই-এর প্রতিবাদ দেশের অন্য এলাকায় অনুষ্ঠিত হচ্ছিল, তখন কেন পেশোয়ারে রেডিও পাকিস্তান অফিস পুড়িয়ে দেওয়া হলো। কে সেই ব্যক্তি যিনি লাহোর কর্পস কমান্ডার হাউস ভাংচুর করতে জনগণকে উসকানি দিলেন, প্রশ্ন রাখেন ইমরান খান।
এ সময় তিনি বলেন, ক্ষমতাসীন পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বাধীন সরকার তার দল পিটিআই ধ্বংস হওয়ার পরই দেশে সাধারণ নির্বাচন করতে চায়।
সূত্র: জিও
আপনার মন্তব্য লিখুন