যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়েছেন বেশ কয়েকজন প্রার্থী। রিপাবলিকান প্রার্থী কেটি ব্রিট আলাবামা অঙ্গরাজ্য থেকে নারী সিনেটর নির্বাচিত হতে যাচ্ছেন। ডেমোক্রেট প্রার্থী মউরা হিলি দেশের প্রথম নারী সমকামী হিসেবে ম্যাসাচুসেটস থেকে গভর্নর নির্বাচিত হয়েছেন।
আরাকানসাসের প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন সারাহ হুকাবে স্যান্ডার্স। তার বাবাও একসময় অঙ্গরাজ্যটির গভর্নর ছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রেস সচিবের দায়িত্বে ছিলেন সারাহ।
মেরিল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী ওয়েস মুর। দেশটির তৃতীয় কৃষ্ণাঙ্গ গভর্নর তিনি। বাকি দুজন হলেন ডেভাল প্যাটট্রিক (ম্যাসাচুসেটস) ও ডগলাস ওয়াইল্ডার (ভার্জিনিয়া)।
প্রায় ১০০ বছরের মধ্যে ওকলাহোমা থেকে প্রথম ন্যাটিভ আমেরিকান সিনেটর নির্বাচিত হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী মার্কওয়েন মুলিন। ১৯৮৭ থেকেই সিটটি রিপাবলিকানদের দখলে।
যুক্তরাষ্ট্রের প্রথম ট্রান্সজেন্ডার পুরুষ হিসেবে যে কোনো রাজ্যের আইনসভায় নির্বাচিত হতে যাচ্ছেন ২৬ বছর বয়সী ডেমোক্রেট প্রার্থী জেমস রোসেনার।
কাথি হোচুল নিউইয়র্কে প্রথম নারী গভর্নর হিসেবে জয়লাভ করতে যাচ্ছেন। যৌন হয়রানির অভিযোগ উঠায় অ্যান্ড্রু কুমো দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ২০২১ সালের আগস্টে গভর্নরের দায়িত্ব নেন ডেমোক্রেট দলের রাজনীতিবিদ কাথি।
আপনার মন্তব্য লিখুন