রাজধানীর বেশ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, কোরবানির জন্য পর্যাপ্ত গরু হাটে উঠলেও সেই তুলনায় ক্রেতা কম। তবে অনেক ক্রেতার অভিযোগ, হাটে ক্রেতার চেয়ে দালালদের দৌরাত্ম্য অনেক বেশি। তারাই বাড়াচ্ছে গরুর দাম।
গাবতলী হাট ঘুরে দেখা যায়, এবার কোরবানির ঈদে বেশিরভাগ গরুর দামই লাখ টাকার বেশি। ক্রেতারা বলছেন, দালালদের দৌরাত্ম্য ও ব্যাপারীদের খামখেয়ালিতে বেড়েছে গরুর দাম। অনেক ক্রেতা গরু কিনতে এসে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।
জমশেদ শেষ নামে একজন ক্রেতা বলেন, হাটে এসে দেখি গরুর চেয়ে দালাল বেশি। আপনি এসে দেড় লাখ টাকা দাম বললে, পাশ থেকে এসে একজন বলে আড়াই লাখ। এভাবে প্রত্যেক বিক্রেতা কয়েকজন দালাল রাখছেন। শুনেছি গরুর দাম বাড়িয়ে বিক্রি করতে পারলে দালালদের মোটা অঙ্কের কমিশন দেয়া হয়।
রাসেল নামের আরে ক্রেতা বলেন, হাটে গরুর যে দাম চায় তাতে পোষায় না। এইটা প্রতি বছরের ঘটনা। আশা করি ঈদের আগের রাতে দাম কমবে, তখন কিনবো।
এদিকে ক্রেতার স্বল্পতার চাইতে গরুর দাম বেশি হওয়ার কারণ হিসেবে অনেকেই বলছেন দালালদের দৌরাত্ম। অভিযোগ রয়েছে, দালালদের কারণেই প্রতিবার হাটের শুরুতে গরুর দাম অনেক চড়া থাকে, যা ঈদ ঘনিয়ে আসলে কমে আসে।
আপনার মন্তব্য লিখুন