পাঁচ রাজ্যে ভোটে চারটিতেই জয় বিজেপির । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা

পাঁচ রাজ্যে ভোটে চারটিতেই জয় বিজেপির । WB

আন্তর্জাতিক ডেস্ক
20/10/2022
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ড ও মণিপুরের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এছাড়া গোয়ায় অল্পের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তারা। এদিকে, পাঞ্জাবে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)। রাজধানী নয়াদিল্লির বাইরে পাঞ্জাবই প্রথম কোনো রাজ্য যেখানে দলটি ক্ষমতার স্বাদ নিতে যাচ্ছে।

সম্প্রতি কয়েক ধাপে ভোটগ্রহণের পর বৃহস্পতিবার একসঙ্গে ভারতের মোট পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। ফলে বিজেপির জয়জয়কারের পাশাপাশি দেখা যায়, ঐতিহ্যবাহী দল জাতীয় কংগ্রেস বেশ খারাপ করেছে। কোনো রাজ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি তারা।

এবার সবচেয়ে বেশি নজর ছিল উত্তরপ্রদেশে। কারণ এই রাজ্যে রয়েছে সর্বাধিক ৮০টি লোকসভা আসন। উত্তরপ্রদেশে জয়ী দল অনেক সময়ই কেন্দ্রে সরকার গড়ে। সেকারণে এই রাজ্যের বিধানসভা ভোটের হিসাব দেখে আগামীতে লোকসভা ভোটের চিত্র অনেকটাই অনুমান করা যায়।

নরেন্দ্র মোদি সরকারের বিতর্কিত কৃষি আইনের জেরে দীর্ঘদিনের কৃষক আন্দোলনের  জেরে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। ভোটের আগে রাজ্যের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িবহরের চাপায় কৃষকের মৃত্যুর ঘটনাও ভোটের বাক্সে ধস নামাতে ভূমিকা রাখবে বলে অনুমান ছিল অনেকের।

এ অবস্থায় ভোটের লড়াইকে ‘৮০ ভাগ বনাম ২০ ভাগ’ আখ্যা দিয়ে নির্বাচনকে হিন্দু বনাম মুসলিমের লড়াই বলে মরীয়া প্রচার চালান কট্টরপন্থী হিসেবে পরিচিত নেতা যোগী আদিত্যনাথ। অন্যদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) ও তার নেতৃত্বাধীন জোট নির্বাচনে মুসলিম ও নিম্নবর্ণের হিন্দুদের ভোট টানার চেষ্টা করেন। হাথরসে আলোচিত দলিত নারী ধর্ষণ ও হত্যা এবং লখিমপুর খেরির ঘটনা নিয়ে সোচ্চার ছিল কংগ্রেস। গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন রাজ্যে। কিন্তু সবকিছুকে পাশ কাটিয়ে শেষ হাসিটা হাসলেন যোগী আদিত্যনাথই। ধারণা করা হচ্ছে, নির্বাচনে যোগীর এই সাফল্য আগামী দিনে কেন্দ্রীয় বিজেপিতে গুরুত্বপূর্ণ স্তরে উন্নীত করবে তাঁকে। ১৯৬০ সালের পর কোনো নেতা উত্তরপ্রদেশে টানা দুবার মুখ্যমন্ত্রী হননি। কিন্তু যোগী আদিত্যনাথ তা-ই হতে চলেছেন।

পাঞ্জাবে আপের চমক:

রাজধানীতে বছরব্যাপী কৃষক আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল পাঞ্জাব রাজ্যের কৃষকরা। নির্বাচনের আগে রাজ্যটিতে ক্ষমতাসীন কংগ্রেসের গৃহবিবাদ শুরু হয়। কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী অমর সিংহ পদত্যাগ করে নতুন দল গড়েন। তার পদত্যাগের পরও মেটেনি দ্বন্দ্ব। কংগ্রেস নেতা নভোজিত্ সিং সিধু ও মুখ্যমন্ত্রী চরণজিত্ সিংহ চান্নির মধ্যে নতুন করে ক্ষমতার দ্বন্দ্ব বাঁধে। ক্ষমতাসীন দলের অস্থিরতার সুযোগ নিয়ে আম আদমি পার্টি (আপ) রাজ্যে জায়গা করে নিল। আপ-এর উত্থান রাজধানী নয়াদিল্লিতে একসময়ের দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে। নয়াদিল্লিতে টানা তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। বলা হচ্ছে, দিল্লিতে কেজরিওয়ালের সরকারের ভূমিকা পাঞ্জাব জয়ে ভূমিকা রেখেছে।

ভারতে রাজ্য স্তর থেকে উঠে আসা কোনো দলের অন্য কোনো রাজ্যে গিয়ে ক্ষমতা দখলের নজির নেই। ভগবন্ত মনের নেতৃত্বে পাঞ্জাবে সেই বিরল কাজটি করেছে আপ।

উত্তরপ্রদেশ

এবার বিজেপির নেতৃত্বাধীন জোটের মূল প্রতিদ্বন্দ্বী ছিল সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির (এসপি) নেতৃত্বাধীন জোট। গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও কংগ্রেসের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। ৪০৩ আসনের বিধানসভায় সরকার গড়তে ২০২ আসন প্রয়োজন হয়। বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত বিজেপির জোট ২৭৩ আসন পেয়েছে যাতে বিজেপির একাই আড়াইশর বেশি। জোট শরিকসহ এসপি পেয়েছে ১২৫ আসন। কংগ্রেস পেয়েছে মাত্র দুটি আসন। তবে ২০১৭ সালের নির্বাচনের তুলনায় এবার অর্ধশতাধিক আসন কম পেয়েছে বিজেপির জোট। এসপির আসন বেড়েছে ৭৫টি।

উত্তরাখণ্ড

৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এবার ৪৮ আসন পেয়েছে। সরকার গঠন করতে প্রয়োজনীয় ৩৬টি আসনের তুলনায় যা বেশিই। তবে গতবারের তুলনায় ৯ আসন কম। এনিয়ে টানা দ্বিতীয়বার রাজ্যের ক্ষমতায় আসছে বিজেপি। এ রাজ্যে কংগ্রেস পেয়েছে ১৮ আসন যা গতবারের তুলনায় ৭টি বেশি।

পাঞ্জাব

১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় ৯২ টির মতো আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আপ। মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে মাত্র ১৮টি। তবে এ রাজ্যে বিজেপির ফল হয়েছে বেশ নেতিবাচক। অমর সিংহের নবগঠিত দল ও বিজেপির জোট পেয়েছে মাত্র দুটি আসন।

গোয়া

অপেক্ষাকৃত ছোট রাজ্য গোয়ায় ৪০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ২০টি আসন। এটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে মাত্র একটি কম। প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে ১২ আসন। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এই রাজ্যের একটি আঞ্চলিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই জোট আসন পেয়েছে মাত্র দুটি। এছাড়া কেজরিওয়ালের আপ জোটবদ্ধ লড়াই করে তিনটি আসন পেয়েছে।

মণিপুর

মণিপুর রাজ্যে বিজেপি ৩২টি আসনে জয় পেয়েছে যা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের তুলনায় একটি বেশি। রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ নয়টি আসন পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নামের একটি দল। কংগ্রেস পেয়েছে পাঁচটি আসন। এর বাইরে আরো ১৬টি আসনে অন্যরা জয়লাভ করেছে।

উৎস : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
ট্যাগ : বিশ্ববার্তা
শেয়ার করুন8শেয়ার করুনসেন্ড
AmraSobai
পূর্ববর্তী পোস্ট

ভোজ্য তেল, চিনিসহ কয়েকটি পণ্য আমদানিতে ভ্যাট লাগবে না । WB

পরের পোস্ট

ভারতের রাফালের মোকাবেলায় পাকিস্তানের জে-১০ | WB

সম্পর্কিত পোষ্ট

পাকিস্তান ও আফগানিস্তান তীব্র উত্তেজনা
বিশ্ব সংবাদ

দোহা আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তান তীব্র উত্তেজনা

18/10/2025
জর্ডান বাদশাহ আবদুল্লাহ
বিশ্ব সংবাদ

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ‘ধ্বংস’ হবে: জর্ডান বাদশাহ আবদুল্লাহ

14/10/2025
মুসলমানদের টার্গেট করে তালেবান কে আলিঙ্গন বিজেপির ভণ্ডামি
বিশ্ব সংবাদ

মুসলমানদের টার্গেট করে তালেবান কে আলিঙ্গন বিজেপির ভণ্ডামি

13/10/2025
আফগান ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
বিশ্ব সংবাদ

আফগান ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

12/10/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

Worldbartatv
বিজ্ঞাপন

World Barta

প্রকাশক ও সম্পাদক : এইচ এম বায়েজিদ বোস্তামী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation