পদত্যাগ করবেন দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট হুগো ভালাজকেজ। পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতাও প্রত্যাহার করে নেবেন।
‘উল্লেখযোগ্য’ দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হওয়ার পর শুক্রবার এ ঘোষণা দেন হুগো ভালাজকেজ। তবে যুক্তরাষ্ট্রের তোলা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ভালাজকেজ।
তার দাবি, দলকে ‘সুরক্ষিত’ রাখতেই আগামী সপ্তাহে পদত্যাগপত্র জমা দিচ্ছেন তিনি।
শুক্রবার দিনের শুরুতে ভেলাজকেজের বিরুদ্ধে ‘উল্লেখযোগ্য’ দুর্নীতি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ভালাজকেজের সহযোগী হুয়ান কার্লোস দুয়ার্তে ভাইস প্রেসিডেন্ট ও তার আর্থিক স্বার্থকে হুমকির মুখে ফেলা তদন্ত বন্ধে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে চেয়েছিলেন।
এক বিবৃতিতে প্যারাগুয়ের মার্কিন রাষ্ট্রদূত মার্ক অস্টফিল্ড বলেন, দশ লাখ মার্কিন ডলারের বেশি ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল।
হুয়ান কার্লোস দুয়ার্তে জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন। অভিযোগ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
আপনার মন্তব্য লিখুন