ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ায় অভিযোগে আকাশ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতে তার বিরুদ্ধে মামলা হয়।
আকাশ দিঘলিয়া গ্রামের ব্যবসায়ী অশোক সাহার ছেলে। তিনি স্থানীয় নবগঙ্গা ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্র।
নড়াইলের লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, আকাশকে আজ রোববার আদালতে সোপর্দ করা হবে। লোহাগড়ার দিঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় আকাশকে গ্রেপ্তার করা হয়।
ওই ফেসবুক পোস্টের জের ধরে গত শুক্রবার সন্ধ্যার পর দিঘলিয়া বাজারের সনাতন ধর্মাবলম্বীদেরে কয়েকটি দোকান ভাঙচুর করে উগ্রপন্থী কিছু ব্যক্তি। সেসময় তারা একটি সর্বজনীন মন্দির এবং দুটি পারিবারিক মন্দিরেও হামলা চালিয়ে ভাঙচুর করে। আগুন দিয়ে পুড়িয়ে দেয় বেশ কিছু বাড়ি।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে। রাত সাড়ে ৯টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নড়াইলে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছেন ওই এলাকার সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন